গোধূলি লগন্ ত্যাজিল ভুবন
মৃদু পায় এল সন্ধ্যা লগন্,
আঁধার যে বলে ও ভাইরে আলো,
মোরে ফেলে তুমি কোনখানে চলো?
আলো কয় ওরে, দিতে হবে আলো
অন্য কোনোখানে,আসিয়াছ তুমি
পালা যে তোমার বুঝে নাও ভূমি।


                              বিশ্বভুবন গ্রাসে যে আঁধার
                              নব অধ্যায় রচে চরাচর,
                              ঝিল্লি রবেতে ডাকে ঝিঁঝি পোকা
                              ভুপালি রাগেতে গায় কে গো একা?
                              জোনাকির দল দিঘির জলেতে
                              জল ভরে যেন বহু কলসেতে।


শিয়ালের ডাক ওঠে দূর বনে
ওঠে চাঁদা ভাই তারাদের সনে,
একাকি পথিক গান গেয়ে যায়
মৃদু মৃদু বায় চুপি চুুপি ধায়।


                          হাসনুহানার মোদির ঘ্রাণেতে
                          মন ভরে যায় নব আবেশেতে,
                         পড়ুয়ার দল দুলে দুলে পড়ে
                         পল্লির পথে শূন্যতা বাড়ে।


বি.দ্র. ছন্দ : মাত্রাবৃত্ত, মাত্রা ৬+৬