বর্ষার দিন শেষ হয়ে গেল
ঋতুর সে রানি চুপি চুপি এলো,
শিশির নূপুর পায়েতে তাহার,
প্রকৃতির মাঝে রূপের বাহার।


স্নিগ্ধ পরশে জাগে দূর্বাঘাস,
সিত সাদা ঘনে ভরেছে আকাশ।
নীরহারা মেঘ পাল তুলে ধায়
দিকে দিকে যেন ছুটিয়া বেড়ায়।


সদ্যস্নাতার অপরূপ রূপ,
উছল হয়েও করে আছে চুপ,
শান্তির ছোঁয়া সাদা কাশফুলে,
ধরণী ভরেছে নানা ফলে ফুলে।


শুভ্র শিউলি সৌরভ ছড়ায়
সিক্ত শেফালি ঘাসেতে লুটায়,
মালতি, মাধবি আর ঝিঙেফুল,
তারাও ফুটেছে করেনি তো ভুল।


কদবেল আর চালতা ফল
মেতে ওঠে মেখে শিশিরের জল,
ধান খেত জুড়ে বাতাসের দোল,
প্রকৃতির একি মায়াময় ভোল!


ওঠে চারিদিকে বোধনের ধ্বনি
আনন্দময়ী আসিবে এখনি,
দশভূজারূপে আসিয়া ধরায়
দুঃখ বিনাশ করিবে ত্বরায়।


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৬
       লয়  -মধ্যম
       ছন্দের নাম  - মাত্রাবৃত্ত