আমার ছেলেবেলা   সেই যে দোল তলা
বটের ঝুরি দিয়ে দোলনা টা-
বাড়িয়ে দুই হাত   যদি বা ছুটে যাই
সেখানে মিলবে কি স্নেহ ছায়া?


কিছুই নেই যদি, সবকিছু নিয়ে নদী
বইবে কোন খাতে বারোটা মাস-
আমি ও তো বয়ে চলি, নিজেকে নিজেই বলি
একলা ছায়া পথ আলো দেখাক-


সাজানো বসার ঘর  মানুষ ও পুতুল শব
শহরে বাস করে হাজার কাক-
জানলা গুলো সব...ফাঁকাই পড়ে থাক
একটি প্রিয় মুখ- স্তব্ধতার-


আমাকে ডাকো প্লিজ , ঝড়ের গতি পথে
আমাকে ধূলো ভেবে নিয়েই যাও