মৃত্যু যদি হিমাঙ্ক ছুঁয়ে থাকে
একদল জমা হিলিয়াম বহুকাল ধরে
মহাশূন্যের শীতলতম ছায়া পথের বাসিন্দা
সামান্য়তম উষ্ণতার অবকাশ সূর্যের বুকে জমা
অমাবস্যার অবিমিশ্র তমসায় নির্ভর করে
ডাক দিয়ে যায় পার্থিব অশরীরী দের
শুধুমাত্র আয়ুরেখা বলে যারা বয়ে চলে নিজেদের
নিঃশব্দ মিছিলে হেঁটে চলে
মরণোত্তর জ্যান্ত সহস্র শব
তারা ও হ্য়ালোইন পালন করে নিরালা দুপুরে
কড়ি কাঠ নেমে আসে আমার কন্ঠনালীর উদ্দেশ্যে
আমি এখনও মৃত্যুকে ভয় পাই