যুদ্ধ কি ভীষণ লেগেছে ভিতরে ও বাইরে
একা একা এইভাবে লড়া যায় বলো - চিয়ার লিডার ছাড়া?
ফস করে 'এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে ' বলে
সেই যে চুপ কথার কাব্য লিখতে বসলে
এই দিকে জানো ই তো আমার সংসারের সব
ছড়িয়ে ফেলছি আমার ভিতর ঘর
ফিরে এসো মুখরতা, ফিরে এসো উইথ সরব কবিতা
কপাট খুলে দাও, খুলে দাও খিল
সহজ হাসির মতো ওষুধ এই অসুখে আর কি আছে?
বলে দাও ঝাউপাতা বলে দাও দেবদারু গাছ
কতটা জরুরি তার ছোঁয়া-
প্রতিটা রাতের পর আরো গভীর অন্ধকার
এ সময় পথ দেখানো বন্ধ করা কি ধ্রুবতারার উচিত কাজ?
ফিরে এসো মুখরতা, ফিরে এসো উইথ একরাশ সরব কবিতা