লাটাই থাকুক হাতের মুঠোয়, পেটকাটিটা বাতাসে
লাটাই এবং ঘুড়ির মাঝে আটকে পড়া সুতো সে
মন যদিও বারে বারে ঘুড়ির মতো গোত্তা খায়
তবু ও সে কি কথা শোনে? লুটতে ঘুড়ি ঠিক বেরোয়
এসব ই তো  দিনের খেলা , রং বেরঙের আকাশে
কেউ কখনো উড়াও ঘুড়ি রাত দুপুরের আকাশে?
চাঁদের বুড়ি চরকা কাটে ,জ্যোৎস্না বুঝি সুতোর নাম?
ভো কাট্টা, ভো কাট্টা
ঘুড়ি টা তো ভো কাট্টা , পুড়ছে বেবাক আলেয়ায়-