রং হীন সাদা ক্যানভাস, নতুনের গন্ধ মনের অতলান্তিক...দুহাতে রঙের  প্যালেট ...আঙুল বুনেছে পৃথিবীর সব রং


আমার যা কিছু ছিল, হয়তো বা গচ্ছিত আকাশির গায়ে....অথবা সবুজ মাঠ ,দিয়েছো আকণ্ঠ প্রশ্রয়


তোমার নীরব চোখ বুলবুলি পাখিদের নীড়ে, গ্রীণ হাউস ফুটো দিয়ে গলে আলট্রা ভায়োলেট রে পড়েছে চোখের জলে


আকন্ঠ পলাশের বনে শুক পাখি লিখে চলে চার অধ্যায় বাসন্তী শিশিরের কোলে... সমস্ত মৌনতা ঝরে ঝরে পড়ে তারার উঠোনে


তুলি ও তো দিশেহারা হয় মহুয়ার বনে, সাঁওতাল রমণীর নিখুত দেহ সৌষ্ঠব,এলো চুলে-


ফেলে আসা চিলেকোঠা, দিয়েছে এলোমেলো বৃষ্টির জল, ক্যানভাস নিতান্তই খরা প্রবণ


প্রতিটি ক্যানভাস জুড়ে জ্বল রঙের ভীড়ে মুখ লুকায় অবহেলা বড় অনায়াস অর্জন


সুখ এক গভীর অসুখের নাম