সেদিনের কথা, খেয়াল করতে পারিস? তুমুল ঝড়ে


সবকটা ল্যাম্পপোস্টের উল্টে গিয়ে তিন দিন ধরে লোডশেডিংয়ে


জলে জলাকার কলকাতা শুকিয়ে আসা পুকুরের মাছের মতো ছটফট করছিল


নাকাল মানুষ, তিরিক্ষি মানুষ হাঁসফাঁস করা বাসের পাদানি


মোমবাতির আলো পিছলে পড়ছিল তবু ও তো মেটামরফোসিসের কপালে


যোগাযোগ বিচ্ছিন্ন আমি আর তুই লিখে ফেলেছিলাম একটা কবিতার যুগলবন্দী কিংবা যৌথ কবিতা


যদিও তারা আলাদা আলাদা করেই পাঠকের কাছে পৌঁছে গেছিল


এখনো ভেবে দেখ যুগলবন্দী দুটি কবিতার আপেক্ষিকতা


কিংবা মহাকর্ষের সূত্রে র সাথে সময়ের টি জুড়ে দিতে


আরো কত আলোকবর্ষ ঘুরে আসবো আমরা?


ট্রাভেলের কস্ট ফ্যাক্টরটা  তুলে রাখিস তোর অ্যাকাউন্টসের খাতায়