সব প্রেমেই একটা প্রেমিক আর একটি প্রেমিকা থাকবে এমন কথা ছিল
প্রকৃতির নিয়মও সেরকমই, এই মন্ত্রনা বহু যুগ আগে মানুষের কানে বলেছিল খারাপ হাওয়া
আসলে প্রেম ভীষণ এক তরফা, একাগ্রতা কথাটাতে একলা চুপ করে বসে আছে
তুমি একাগ্রভাবে দেখছ কারোর দিকে, এক মুহূর্ত তাকে চোখ ছাড়া করতে মন চাইছে না, স্টক করেই যাচ্ছ
সে তোমার এই চাওয়াটা টের পাচ্ছে আর আমোদ পাচ্ছে, নিজের কাছে নিজে দাম সে বাড়িয়ে নিচ্ছে খানিক
তোমাকে তোল্লাই দিচ্ছে আরো, আরো চাও তুমি তাকে, মুগ্ধ হও তাকে দেখে
অথচ সে তোমার প্রেমিক নয় , নয় মোটেও, এমনটা ঘটছে আকছার
তবু তুমি ভলনারেবল, প্রেমিকা হওয়ার বাতিক প্রবণ
রাগ হবে মাঝে মধ্য়ে, আসবে প্রতিশোধ স্পৃহা
নিতান্ত গোবেচারা কাউকে পেলে কড়ায়গন্ডায় শোধ নিতে হবে
তখন তুমিও হবে নকল প্রমিকা, তবে তাতে কোন পাপ নেই, দোষ লাগবে না
কারণ প্রেম আসলে ভীষণ এক তরফা-