আজ একটা অন্যরকম রোদে আমাদের অনুভূতি সেঁকে নিতে নিতে
তোমার চোখে দেখতে পেলুম লম্বা একটা সিঁড়ি খুব সাবধানে অঙ্ক কষছে
তোমার জোড়া ভ্রুরুর সন্ধি স্থলে অমাবস্যার চাঁদ
গাঢ় ময়ূরপঙ্খি শাড়ির আঁচলের ভাঁজে ডেরিভেটিভ কষা আছে স্পষ্ট
তুমি এলে, বাই বলে চলে গেলে কর্পোরেট  হিসাবের খাতায়
আকণ্ঠ ডুবে আছি গহীন নীলে
কালো মেঘে কার্ল মার্কস ডাক দিয়ে যায়
আকাশ ভাঙ্গা বিদ্যুতের ঝিলিক নামে চোখে
দুশ বছরের আদিম প্রেম হিসেবের বানে ভেসে যায়