এক ফোঁটা দু ফোঁটা করে আলোয় ফেরা ভোর
কুয়াশার্ত  শীতের চাদর
পারদের উচ্চতা ধীরে ধীরে কাড়ে রোদের অভ্যাস
নির্দয় সকাল আসছে ধীরে, শিশিরের চোখ থেকে ঘুম কেড়ে নিতে
ভোর চারটে র ভিস্তি ওয়ালা আজ ইতিহাস
শহরের ব্যস্ত সকাল সরে সরে যায় ঘড়ির কাঁটায়
আলসেমি আলপিন দিয়ে গেঁথে রাখি রাতের বালিশে
সূর্য বড় কড়া হাতে শিফট সাম্‌লায়