নীরবতার ভিতর একটা চুপকথা ঘর
বয়স হয়েছে বহু, মৃত্যুও
হারিয়েছি বার বার ঝাউ ছায়া, জোনাকির পলকা পালক
চন্দন পিঁড়ি প্রস্তুত, নিশ্চয় জানি নীরবতা কুহুতান
নতজানু হয়ে হয়ে খুঁজি হাওয়ার উড়ান, এলোমেলো দুপুর
বৃষ্টির বুকে লুকিয়ে ধূলিকণা,ভর করে মেঘের আঁচল
ভিতর ঘরে বসে আমার কাছের মানুষ
চাইছি তোমার ইতস্তত ২ মিনিট নীরবতা যাপন