একটা আস্ত দিন , আর তার পিছে গোটা রাত
চলে যায় নিজের মতো রং রুটে
এভাবেই  কাটছে  জীবন যাহোক তাহোক
জমা ছিল যত মার্জিত লৌকিকতা
খোলস ছাড়ছে তারা আলত ঘাসে
বাজবারণের বারণ তবুও পিছনে ডাকে
আকাশও পরিত্যক্ত হয়, পাখিরা ঘর বেঁধে নিলে