বন্ধু,তোকে মনে পড়ে
আজও আগের মতো,
মনের খাতায় জমা আছে
অতীত স্মৃতি কতো।


একসঙ্গে কত কথা,
কত হাসি গান,
কতরকম লুকোচুরি
কত অভিমান।


যখন তখন হারিয়ে যাওয়া
হাতে হাতে ধরে,
কখনও আমবাগানে
কিংবা পাড়ার মোড়ে।


চু কিত-কিত,কুমির ডাঙা
কিংবা ধরাধরি,
খেলতে গিয়ে ধুলার মাঝে
খেতাম গড়াগড়ি।


মায়ের কাছে বকা খেতাম
তুইও খেতিস জানি,
কিন্তু তবু খেলার সময়
করতাম পাগলামি।


একসঙ্গে ফুচকা খাওয়া
কিংবা আলুর চপ,
কিংবা আলু-কাবলি খাওয়া
বেশী দিয়ে টক।


একসঙ্গে কবিতা বলা
কিংবা গাওয়া গান,
স্কুল না এলে একটি দিনও
প্রাণ করে আনচান।


তারপরেতে হঠাৎ করেই
হয়ে গেলাম বড়ো,
বড়রা সব বললো
'এবার জীবনটাকে গড়ো।'


জীবন গড়ার নেশায় মেতে
হারিয়ে গেল সব,
কিশোরবেলার দুষ্টুমি
আর প্রাণের কলরব।


জানিনা তুই কেমন আছিস
ভালো নাকি মন্দ?
বন্ধুরে আজ চলছে কেমন
তোর জীবনের ছন্দ?