ঘুম যদি না থাকতো তবে
বড়োই হত ভালো,
জেগে জেগেই কেটে যেত
রাতের আঁধার কালো।
সাত সকালে ওঠার তাড়াও
থাকতো নাতো আর,
অকারণে 'হাই'--ও তখন
উঠতো না বারবার।


সময় তখন বাড়তো কত,
নিদ্রাবিহীন রাত,
রাতের বেলা চোর ডাকাতের
বাড়তো না উৎপাত।
ঘুমের ওষুধ লাগতো না আর
'ঘুম না আসা' রোগে,
না থাকলে ঘুম কেউ কি আবার
অনিদ্রাতে ভোগে?


খাবার দাবার লাগতো বটে
একটু বেশী বেশী,
কিন্তু তাতে ক্ষতি এমন----
কি বা হত বেশী!
স্বপ্ন তো কেউ দেখতো না আর
ঘুমের দেশে গিয়ে,
কিই বা হবে অমনতরো---
অলীক স্বপন দিয়ে?


ক্লান্তি যদি নাই বা কাটে
ঘুমের পরশ পেয়ে,
মহাভারত অশুদ্ধ কি
হত তাকে দিয়ে?
ঘুমের ঘোরে নাকের ডাকা
থাকতো নাকো মোটে,
লাথি,ঘুসি ছুঁড়তো না কেউ
তখন ঘুমের চোটে।


সবই যদি ভাল হত.....
মন্দ হতো কি?
ঘুম অভাবে পাগল হলেও
এ আর এমন কি!
এমনিতেও পাগল হওয়ার
কি আর আছে বাকি?
জেটের যুগে এবার না হয়
কাজেই পাগল থাকি।


কুয়াশা