আগে এলে আকাশ দিতাম
শুদ্ধ তাজা বাতাস দিতাম
সাঁতার কাটার দিতাম ভরা নদী;
এখন সময় ঝিমিয়ে থাকার
কথার পিঠে শুধুই কথার
ফুলঝুরি আর ফাঁকি!


এমনি করেই সকাল-বিকাল
কাটে যদি কাটুকনা কাল
যে-কটা দিন বাঁচি;
আকাশ আছে বাতাস আছে
নিরভিমান সূর্য আছে
পাতায় পাতায় বাজে প্রাণের বাঁশি!