প্রাণের মাঝে যে সুর বাজে
সে সুর তুমি বাজিয়ে দাও
যে ফুল ফোটে বনের মাঝে
সে ফুল দিয়ে সাজিয়ে দাও।


রামধনুতে যে রং আছে
সে রং দিয়ে রাঙিয়ে দাও
মনের কোণে যে ভয় আছে
সে ভয় তুমি ভাঙিয়ে দাও।


পাখির গলায় যে গান  আছে
সে গান তুমি গাইয়ে দাও
সাগর জলে যে ঢেউ আছে
সেই ঢেউতে নাইয়ে দাও।


বীণার তারে যে সুর আছে
সে সুর তুমি তুলিয়ে দাও
জগৎ জুড়ে যে দুখ আছে
সেই দুঃখ ভুলিয়ে দাও।