।এপার বাংলা ওপার বাংলা।


এপার বাংলা ওপার বাংলা
মধ্যিখানে কাঁটাতারের বেড়া
ভাগ হয়ে গেছে জমিজিরেত
ভাগ হয়ে গেছে গরু-ছাগল-ভেড়া।


এপার বাংলা ওপার বাংলা
ছড়ানো প্রান্তর
ভাগ হয়ে গেছে আত্মীয়জন
ভাগ হয়ে গেছে ঘর।


এপার বাংলা ওপার বাংলা
বুকের মধ্যে আশা
একই আকাশ একই বাতাস
একই বাংলা ভাষা।


অরি মিত্র