।গন্ধে আকুল মাঝরাতে।


হাসনুহানা হাসনুহানা হাসছ তুমি
জ্যোৎস্নাতে,  
গন্ধ তোমার করল মাতাল মনপরিদের
মাঝরাতে!
হাসছে তারা নাচছে তারা কইছে কথা
আহ্লাদে,
বনপরিদের বলছে ডেকে, ‘পারিস যদি  
পাল্লা দে!’
বনপরিরা পড়বে কেন মনপরিদের
পাল্লাতে?
ফুড়ুৎ করে তাইতো তারা গেল অচিন
তল্লাটে!
হাসনুহানার গন্ধে আকুল মাতালকরা
মাঝরাতে,
মনপরি এক বাজায় বীণা— তুলনাহীন
সুর তাতে!  


।অরি মিত্র।