।জ্বালিয়ে দাও।


পাখির মতো উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেছি!
এবার খানিক জিরোতে চাই,
জিরোতে চাই গাছের তলায় শীতলপাটি পেতে
তোমার হাতে আমার দু-হাত রেখে।
সন্ধেবেলা গুনব তারা দেখব চাঁদের আলো--
লাগবে তোমার ভালো;
রবীন্দ্রনাথ পড়ব রাতে মগ্ন হব পাঠে
তোমার সাথে সাথে;
মগ্নতা চাই, এবারে তাই জিরো চাই খানিক--
জ্বালিয়ে দাও বুকে আমার লক্ষ হাজার মানিক।


।অরি মিত্র।