।লক্ষ্মী নিরুত্তর।


মহাষ্টমীর সকালবেলা
দুর্গা বলেন : লক্ষ্মী,
তোর বাড়িতে আসে কেন
বনের পশু-পক্ষী?


লক্ষ্মী বলেন : মাম,
যত নগর, গ্রাম--
সব বাড়িতে খাদ্য জোগাই;
লাগে না তার দাম।


দুর্গা বলেন: রমা,*
কথা একটু কমা;
অনাহারে তবে কেন
যাচ্ছে লোকের প্রাণ?


তখন দেবী লক্ষ্মী
পান না খুঁজে যুক্তি,
মায়ের কথায় দমে গিয়ে
রয়ে গেলেন চুপটি!


* রমা--  লক্ষ্মীর অনেকগুলি নামের একটি।


।অরি মিত্র।