।মিতালি।


খেজুরগাছ বলে, 'কলসি, এ কেমন ছল?
নদী-নালা ছেড়ে কেন গাছে এলি বল?'


কলসি বলে, 'ওরে গাছ, তুই আমার মিতে,
গলায় দড়ি দিয়ে তাই ঝুলে যাই শীতে।'


।অরি মিত্র।