।সেনাপতি কার্তিক।


দুর্গা বললেন, 'কার্তিক,
বল দেখি ঠিক ঠিক,
তোকে দেখে রোমিওরা
দূরে যায়, না কি ওরা
তোর গায়ে গা-ঘেঁষে বসে যায়,
তোর সাথে ফুর্তিতে হেসে যায়!'


কার্তিক বলে, 'মাতা,
মন দিয়ে শোনো কথা,
এ যুগের রোমিওরা বড়োই অবাধ্য,
ওই সব সামলানো বাবারও অসাধ্য!'


দুর্গা বলেন, 'কাতি,
ডিউটিতে দিয়ে ফাঁকি
রাত-দিন ফিকফিক হেসে যাস,
ময়ূরের পিঠে চেপে নেচে যাস!
তুই দেব সেনাপতি,
তোর যদি এই মতি–
জনতার নেই কোনো দোষ তো,
তোর কথা শুনে পাই কষ্ট!'


এই বলে দশভূজা দুর্গা,
দশমীতে চলে যান দূর গাঁ!


।অরি মিত্র।