কেন মন টানে না নামাযের দিকে?
সদায় কেন ছুটে চলে মসজিদ বিমুখে?
আজানের ডাকে কেন জাগে না হৃদয়?
কেন আমার হচ্ছে না শুভবুদ্ধির উদয়?
দুনিয়ার মায়াজালে সব কেন বন্দি?
শয়তানের সাথে কেন করে মন সন্ধি?
ইসলামের চেতনায় আসে না কেন আলো?
পরকালের জীবনটা হবে কেন কালো?
ভাল কাজের পরিমাণটা যাচ্ছে কেন কমে?
পাপের কাজে সময় কেন যাচ্ছে পুরোদমে?
নিষিদ্ধ পথে কেন সদায় ছুটে চলা?
মুখে কেন সব সময় মন্দ কথা বলা?
অন্যের অনিষ্ট করতে সামনে কেন অগ্রসর?
ঘৃণার কালো ছায়ায় কেন আচ্ছাদিত শহর?
কুরআনের বাণী কেন হয় না পড়া কভু?
এতগুলো পাপের কি মার্জনা দেবে প্রভু?
ইসলামের আলোচনা লাগে না কেন ভালো?
জীবনের গতিশীলতা কেন এমন হলো?
মৃত্যুর কথা কেন মনে আসে না স্মরণ?
কেন আমার এমন নিষ্ফল পদাচরণ?
এসব কি তবে দুর্বল ঈমানের ইঙ্গিত
জান্নাত লাভের আশা নেই যে কিঞ্চিত।
জ্বলতে হবে অনর্গল জাহান্নামের আগুনে
শাস্তিটা দেয়া হবে হিসাব গুনে গুনে।
যদি কভু না আসে মম পরিবর্তন
কেমন করে হবে এত পাপের মোচন?