মোমের দেয়াল গড়ে দাঁড়িয়ে তুমি
ওপারে স্বর্গ তোমার, এ পারে নরক।
কত না বলা কথা আর সুখের স্মৃতি
তোমায় বলবো বলে আমি পুরছি আজো।
তুমি মিথ্যা ভেবেছো আমার অনুভূতি গুলো
তুমি হীন আমি শূন্য ভীষণ।
তুমি দেখ নি কখনো আমার চেষ্টা গুলো
শেষে বেধেছ নিজেকে কার মিথ্যে যতন?
মনে পরে সেই প্রথম মিলন,
জ্যৈষ্ঠের রঙিন প্রভাত প্রান্তরে।
মনে পরে সেই প্রথম বর্ষা
দু'জনে ভিজেছি শহুরে পথ ধরে।
নাকি ভুলেছ সেসব হাসি ময় দিন
মনে রেখে শুধু কাল গুলো,
ভুলে গেলে সেই পণ তোমার
বলেছিলে, হবেনা তুমি আর কারো।
আমি ভুলিনি,
আমি তোমায় ভুলিনি,
ভুলিনি যে আমি কিছুই।
মনে করে আজো কাঁদি প্রতিক্ষণ
তোমার দুই শব্দের মহাকাব্য -
"ভালো থেকো"।