হে মানব! কভু করে দেখেছো যতন?
কেন উদ্ধত বিচরণ?
কোন ক্ষমতার বলে
মৃত্যু রে ভুলে ,
এ জগতে করো শাসন?
কেন করো উদ্ধত বিচরণ?
হে মানব!
নিজ সভ্যতাকে কি খুব উন্নত জ্ঞান করো?
তবে কি তুমি ভেবে দেখনি কখনো?
কত সভ্য জাতি গেছে মুহুর্তে হারিয়ে,
সাক্ষ্য দেয় ইতিহাসের পাতাগুলো।
তবে মানব,
কেন উদ্ধত বিচরন?
কেন ক্ষমতার লোভ রিপু গ্রাস করে,
মগজে করে শাসন?
‘কভু বিলীন হবো না’
একথা কি বলতে পারো দৃঢ় মনে?
হয়তো একদিন,
তোমরাও হারিয়ে যাবে গোপনে,
যেমনি হারিয়ে গেছে মায়ান-মিশরিয়ান।
তবে কেন এ নশ্বর জগতে নিজেকে অবিনশ্বর ভাবো?
কেন এ জগতে তোমার উদ্ধত বিচরণ?
আজ হারালে কাল নতুনেরা,
দখল করবে তোমার আসন।
তবে বলো হে মানব,
কেন কর উদ্ধত বিচরণ?