অপেক্ষা করি আজও,
আধারে আলোর জন্য।
পথ চেয়ে থাকি শুধু
কিংবদন্তির জন্য।
যার ব্যাখ্যা,
হয়তো তোমার আমার ভিন্ন।


জানো নবীন
এ কিংবদন্তি মানে কি?
শূণ্য থালা হাতে পথশিশু দেখেছো কি?
জীর্ণ শরীরে খুদার আকুতি,
বুঝেছো কখনো কি?
সে মুখে হাসি ফোটানোই কিংবদন্তি।


বেলাশেষে অপেক্ষা করি সমরাঙ্গন পারে,
ব্যার্থ যোদ্ধা আসবে বলেছে,
পরাজয়ের গল্প বলিবারে।
পরাজয় গাঁথা বিজয়ের আলো
দেখায় যে অন্ধকারে।
জানি, আসবে সে
অসমাপ্ত গল্প শেষ করিবার তরে।


অপেক্ষা করি,
তারাভরা রাতে চাঁদের স্নিগ্ধতার
অপেক্ষা করি,
বয়ে চলা নদীর শীতল স্তব্ধতার।


অপেক্ষা,
গোধুলি বেলায় পাখিদের ঘরে ফেরার।
অপেক্ষা
জগতের সব সুন্দরতার।
অপেক্ষা
কাব্যের পর কাব্য জুড়ে জগতটা দেখবার, আর.....