জাতের রং কী জানো?
লাল নীল নাকি শূভ্র কালো?
সব জাতের জাতিই দেখি
মানুষ মতন। ভিন্ন কেহ?
লহু লাল সবার দেহেই-
সমান দেখতে। ভিন্ন কারো?
তবে কেন জাত-বিজাতের
যুদ্ধ করো, অস্ত্র ধরো?
কেন তবে-
শান্তি হনন-
সমাজ ভাঙ্গন-
ক্রুদ্ধ  বচন?
‘জাত কী তোমার?’-
এই গীতে কেন মুগ্ধ বদন?
জানোনা-
সব জাতই বলে
শান্তি কথন?
চেয়ে দেখোনা-
জাত-বিজাতের সবাই দেখতে-
তোমার মতন?
জাতের নামে
শান্তি ভেঙ্গে, ক্রান্তি করে-
হবে কোন জাতের যতন?