অামি কোন অসাধ্য রাত নই,
অামি সিনেমাওয়ালার গল্প নই।
অামি মায়াবিনী স্বপ্নচারীণী নই।
অামি স্বপ্নে ভরা অাকাঙ্খা তোমার কি না জানিনা।
তুমি অামাকে অার ধর্ষন করো না পথে
চোখের দৃষ্টিতে।
অামাকে অামার ঘৃণা লাগে।
বড্ড ঘৃণা জাগে।


তুমি পুরুষ ভালোবাসো অামার যতনে গড়া দেহ
ছুয়ে দিতে চাও,  অামি জানি।
অামাকে অামাকে ধর্ষন করো না পথে,
তোমার দৃষ্টিতে,
অামাকে ধর্ষন করো না হাতে
ছুটে চলা দুরন্ত বাসে।


তোমার কি মনে হয় না অামি মানুষ
যৌবন অামারো অাছে,  
তোমার কি মনে পরে না?
তোমার ঘরেও তোমার সহোদর বোন অাছে,
যেও হাটে পথে,  ধর্ষিত হয় চোখে।


হে পুরুষ,  অামাকে ধর্ষন করো না।
মুক্তি দাও অামায়,  
অামি ত সবই দেব অামার  তোমারই মতো কোন পুরুষে।
অামিও ত অন্য কারোর বোন, কারোর বা পতী অাবার
কারোর মা।
অামাকে ধর্ষন করো না,
দু টুকরো মাংশে গড়া শরীরের লোভে।