বহুদিন পর
বহুদিন পর আবারও এলাম কবিতা আসরে
ভাবলাম, দেখি আসরের বন্ধুরা সব কি করছে ?
আর এসে দেখি,
বাহ! খুব চমকার তো !
কেউ লিখছে প্রেমের কবিতা, কেউ বা স্বপ্ন দেখছে চির- সবুজ দেশটা নিয়ে।
আর আমি,
হ্যাঁ, আমি লিখছি আমার প্রাণ- প্রিয় কবিতা আসরের বন্ধুদের নিয়ে।
আমি জানি, তোমরা প্রতিদিন কবিতা আসরে অংশ নাও।
একে অপরের কবিতা পড়, সুন্দর সুন্দর মন্তব্য কর।
আর তাতে লেখার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়।
কিন্তু আমি,
কবিতা আসরে আসি বহুদিন পর।
এসে দেখি, গত কবিতায় কয়েকটা সুন্দর মন্তব্য এসেছে।
তবে হ্যাঁ, অনুপস্থিত দিনগুলোতে সবার মনে শুধু একটি মন্তব্যই দেখেতে পাই
কেন আফরুজা ম্যাডামকে আসরে দেখতে পাওয়া যায় না ?
আর তাকে দেখেতে পাই বহুদিন পর।
তোমরা হওতোবা জাননা,
আমি বহুদিন পর কবিতা আসরে ফিরে এলেও
প্রতিদিন স্বরণ করি তোমাদের।
তবে হ্যাঁ, আমি কবিতা আসরের মধ্যে সবচেয়ে বেশি মিস্ করি
আমার প্রাণ- প্রিয় এডমিন কবির হুমায়ুন স্যারকে।
কারণ, তিনি আমাকে আসরে খুঁজে না পেলে
ফোন দিয়ে খুব সুন্দর ভাবে কথা বলেন,
অনেক উৎসাহ দেন, তিনি যেন আমাকে কবিতা আসরের কথা আবারও নতুন করে স্বরণ করিয়ে দেন।
যাক এসব কথা,
বহুদিন পর আবারও এলাম কবিতা আসরে
চল যাই, যাই ভেসে আসরের বন্ধুরা সব কবিতার সাগরে।।