বন্ধন
ব্যর্থ যখন হতেই হবে
তাইকি ভালবাসবো না ?
আঁধার নেমে আসবে বলে
আলোর আশা করবো না ?
দুখ যদি রাখেই ঘিরে
সুখ পেতে কি চাইবো না ?
দস্যুদল আছে বলেই কি
রাস্তাপথে চলবো না ?
ঝরতুফানের ভয়ে পাখি
বাসা কি তারা বাঁধবে না ?
চুলার পাড়ে শিখার ভয়
বধু কি তা্ই রাধবেনা ?
নদীর জলে স্রোতের ভয়ে
রয়কি মাঝি দাঁড়িয়ে
দূর গগনে উড়ছে পাখি
যায়না তো বাট হারিয়ে!
সাগর জলে গতাসুর ভয়
তাইকি সাঁতার শিখবোনা ?
লোকের মুখে ভেংচি দেখে
কবিতা কি আর লিখবো না ?
ফুলের ডাঁটায় কাঁটা আছে
তাইকি ফুল তুলবোনা ?
পাণির মুঠায় রং তুলি নেই
তাই কি ছবি আ্কঁবো না ?
জন্ম নিলে মরতে হবে
তাই কি স্বপ্ন দেখবো না ?
জীবন চলার পথে কভু
বাংলাদেশকে ভুলবো না।।