গার্মেন্টস জীবন
           মোছা আফরুজা আক্তার
গার্মেন্টসেতে চাকুরী করি মা
ভীষণ ব্যাথা পাই
সারাটি দিন দাঁড়িয়ে থাকি
বসার সময় নাই।
প্রডাকশনে কাজ করিতে হয়
ঘড়ির কাঁটা ধরে
ঘন্টায় মাল চেক দিতে হয়
বারশত পিচ করে।
খাওয়ার কথা নাই বা বললাম
টয়লেটে গেলেই হই-চই
কোথায় গিয়াছে কোয়ালিটি আমার
টেবিল যে খালি ঐ।
সুপার- ভাইজার আর কন্ট্রোলার মা
ইনসার্চের কথা
একবার বকা শুনলে মাগো
ধরে যে মাথা ব্যাথা।
সকাল ৮টায় আসতে হয় মা
১টার সময় বাসায় যাই
এক ঘন্টা লান্স সেরে
ডিউটি আবার ফিরে পাই।
পাঁচটা পর্যন্ত জেনারেল ডিউটি
কোম্পানী হিসাব লয়
বাকিটা সময় ওভার- টাইম
বাধ্যতা মূলক নয়।
সাড়াদিনের ক্লান্তি মাগো
শান্তি নাই যে মনে
মাসের শেষে পাইলে বেতন
তোমায় ভাবি প্রতিক্ষণে।।