মনের মত পেয়েছি খুঁজে


মনের মত পেয়েছি খুঁজে
একটি দেশ, বাংলাদেশ
এই দেশেতে গর্ব করার
নেইতো কোন শেষ।
ইচ্ছা করে যখন খুশি নদীর তীরে বসে থাকি
নেইতো কোন মানা
শেষ বিকেলে করবো চড়াট
মেলবো দুটি ডানা।
শীতল হা্ওয়ায় দুলবো আমি
জাগবো সারা-রাতি
মরার পরও করবো সঙ্গী
এই বাংলার ক্ষিতি।
হাজার রক্তের বিনিময়ে
গড়েছি একটি দেশ
সোনার চেয়েও খাঁটি সে-যে
আমার বাংলাদেশ।
খুব সকালে ভোরের পাখি
গায় বাংলার গান
জীবন দিয়েও রাখবো মোরা
প্রিয় বাংলাদেশের মান।।
     (সংক্ষিপ্ত)