পাইনা খুঁজে
মোছা আফরুজা আক্তার
পাইনা খুঁজে মনের খাতায় লিখবো কি
বিশ্ব ঘুরে ঘুরে
সারাদিনের ক্লান্তি দেহে
ফিরি আপন নীড়ে।
উদাস হয়ে তাকিয়ে থাকি
সুদূর গগন পানে
চাঁদ- সুরুজ ঐ গ্রহ -তারাই
হওতো কিছু জানে।
পাইনা খুঁজে চোখের ভাষায় বলবো কি
সবই যে এলোমেলো
দূর থেকে কে হাতছানি দিয়ে
কোথায় হারিয়ে গেল।
ভোরের পাখি গুনগুনিয়ে
চুপি চুপি কয়
জানি রে তোর মনের ভাষা
কিংবা পরিচয়। (সংক্ষিপ্ত)