আষাঢ় মাসে মেঘের বাজেট
ঝড়াবে সে তার বৃষ্টি
নেইতো তার কোন উপায়
বিধাতার ঐ সৃষ্টি।
ফুলের কাছে ভ্রমরের বাজেট
খাবে সে তার মধু
তোমার কাছে আমার বাজেট
ভালবাসা চাই শুধু।
নদীর কাছে জলের বাজেট
খেলবে ঢেউয়ের খেলা
আকাশের বুকে তারার বাজেট
বসাবে তাদের মেলা।
রাতের কাছে চাঁদের বাজেট
ছড়াবে সে তার আলো
বন্ধুর সাথে দেখা না হলে
লাগেনা আমার ভালো।
চৈত্র মাসে রবির বাজেট
দিবে সে তার কিরণ
আমার কাছে আসতে বন্ধু
নেইতো কোন বারণ ।।


'অভিযাত্রীক-২০২৪'