হামেদ রাফি


নীল চাদর জড়িয়ে যত্নে শুয়েছি বালিশের ডান পাশে
পুরো বাঁ পাশটা ভাদ্রের তপ্ত রোদ্দুরের জ্বালায় খা খা।
নীল চাদরেই জড়িয়ে আছে চৈত্রের কোমলিত মেঘরোদ্দুর
ছড়িয়ে ছিটিয়ে আছে শরৎ হেমন্ত বসন্তের বড় বড় পদ্মফুল।
নিঝুম ফেনিলে পদ্মফুল আজ ভেসে ভেসে ক্লান্ত মুসাফির
শীত বর্ষা হতে ক্রোধের এক মহাকাশ দূর অনেক দূর।
প্রথম চুম্বনের আলপনা মাখা নীল চাদরে তোমার স্পর্শ ভেজা ঘ্রাণ  
পাতাল মাতাল করা ভালোবাসার শেষ উৎসবের বিসর্জন।
বাঁ পাশে খা খা ভাদ্রের তপ্ত রোদ্দুরে এসে মিশেছে কৃষ্ণচূড়া
সোনালি আনকোরা কৌণিক দর্পনে হাজির রাধাচূড়া ও।
আবারো হয়তো হবে উতালপাতাল মনষা পাগল নৃত্য
নীল চাদরে জড়াবে তপ্ত মত্ত বেসামাল নয়া নতুন পদ্য।
নতুন সুরে নতুন সুখে নতুন পাগলে নয়া নতুন বেশে
আবার আমার হারাবো আমি নতুন নতুনে পাগল করা নীল চাদরে।


বনানী
০৫.০৫.১৯