অফুরান বেদনা বুকে নিয়ে
আপন হওয়ার পাগলামো দৌড়
পিছিয়েই রয়েছি, অনাস্থা বারংবার ;
চেষ্টার অন্তহীন পর্বত
না দেখা স্নেহের কোমলতা,
অস্পৃশ্য যাচাই পরতে পরতে
মিথ্যে অবিচারের অন্ধ আস্ফালন!
তবুও রেখেছি ঢেকে মায়ার আবর্তে
নগ্ন স্বপ্ন বিলাসে মত্ত
মিথ্যেই যখন হয়ে উঠে মহাসত্য ;
হবে কি সাধন?
হবে কি আর দেখা !
বড্ড বেশি অভিমান
বরফ জমা তিক্ততা
বৈষম্য আন্ধারে রিক্ত দেহমন ;


অবরূদ্ধ মনের দ্বার
খুলিবে কি আর?
উদ্ভ্রান্ত ক্লান্ত পথিক
মৃয়মান চোখে এক চিলতে রোদ
অতীব ঝলকে উদ্ভাসিত স্নায়ুতন্ত্র
দেখিবো কি?
আসিবে কি জনম ভবে!!!


ডিসেম্বর ৭, ২০১৮
কাওলার, ঢাকা