খুব বেশী ভালবাসে এ কষ্টগুলো আমায়
বিপাকে পড়ি আমি কারনে অকারন,
কি চায় আর কি দেই আমি
কেন এ ভাঙন কেন এ অশ্রুবরণ
কেন মেলেনা ভালবাসার সমীকরণ
কেন বারংবার ভেঙ্গে যায় অকারণ!!!
আমিওতো মানুষ, পাখি নই
পাখি হলে উড়ে যেতাম ভিসাহীন সূদুরে
বাধাহীন সীমাহীন ওপারে,
কেউ হয়ত জানতো না কষ্টের কারন
কাউকে জানাতাম না ব্যাথার কাব্য,
অচিন এক রাজপুরে শুধু আমি
শুধুই আমি নিতান্তই একেলা
কেউ পাশে নেই, কোন জ্বালা নেই
নেই কোন আর্তি নেই জঞ্জাল;
হয়ত খুব ভাল থাকবো
ভাল থাকবো হয়ত খুবই
যখন হয়ে যাবো একা
থেকে যাবো কবরে এই নিঠুর পাথারে....


১২ জুন, ২০১৫
গুঠাইল, ইসলামপুর