পদলেহনে নয় তবুও করেছি পদদলিত
নির্বাক থেকেও করেছি গর্জন
যুদ্ধ ঘোষণা করেছি আপন মনে....!
শুনতে কি পাচ্ছো হে বধির?
ভাল চোখে তোমার কাঠের চশমা
মুখ থেকেও মুকের ভুমিকায়;
হয়ত সব শেষ হবে একদিন
মিলেমিশে জল হবে প্রবাহিত
কিন্তু তুমি রবে না....


কি এক কষ্টের জ্বালা বুকে
নিত্য করে ক্রন্দন
তবুও কি হায় কাছে ফিরে আয়
ক্রোধকে দিয়ে বিদায়,
এ জনমে নয় পরজনমে
হয়ত প্রাণোচ্ছল প্রেমে.....!


এপ্রিল ১৬, ২০১৮
কাওলার, ঢাকা