দুঃখ নিজেরটাই দেখেছি কেবল
অন্যেরও যে দুঃখ হয়,
আমি যা ভাবি সেও তা ভাবে
অতি আপন করে ;
নিজেরে নিয়েছি কি কখনো
তার হয়ে ভেবেছি কি কভু?
দুঃখ তারও আছে!
কষ্টের তাড়না আবেগ যাতনা
আমার পৈতৃক ভিটাতো নয়...
নিজেরে নিয়েছি সাজিয়ে
আবেগ সুতো সব বাজিয়ে,
কেবলই জেনেছি আমিই ছিলাম
আমিই আছি সর্বের সঠিক!
আমিতো আর তুমি নও
আমিতো আর সে নয়
বুঝিবো কেমুনে দুঃখগুলো?
আমি আর দুঃখ পাইনা
কষ্টে ফেলিনা জল,
বুঝে যে গেছি আমি
কষ্টটা কেবল আমারই নয়।
নিউরনে অনুরণন ঘটেছে যবে
ক্ষমা দিয়েছি সবে,
পেয়েছি কি আমি ক্ষমা?
ক্ষমা ই সুন্দর ক্ষমা ই শ্বাশত
চিরায়ত বিশ্বাস, আমি ক্ষমা পাবোই
ক্ষমা চাই, তবুও চাই ক্ষমা....


এপ্রিল ১২, ২০১৯
কাওলার, ঢাকা