একান্তে বসবাস মনের ভেতর
পাপ আর পূণ্যে বিবেক সুতোয়;
হার মেনে চলি আর ক্ষমা চাই
পূণ্যের পথে সাহসী যুবক!


হে খোদা শক্তি দাও, শক্তি দাও
ক্লেদাক্ত পাপানুগুলো করেছে ভর আজি
কেমুনে সরাই তারে?
আছে কি পথ খোলা?
তুমিতো রয়েছো পাশে হে বিধাতা
নরকের তপ্ত দাহে
স্বর্গের বায়ুদল সুমিষ্ট মেঘপুঞ্জ!
আমায় নিয়েছে তুলে
পূণ্য রথের সারথি
আছো কি কেউ পাশে?


খুব একা নির্জন অন্ধকারে
নয়ন বুজে ভাবি নিরালায়,
ক্ষনিক ভবের পান্থশালায়
কে আসে কে ই বা যায়
কিছু আগে বা কতক পরে
মৃত্যুর আলিঙ্গনে...


১৩ ডিসেম্বর, ২০১৯
কাওলার, ঢাকা