নির্লোভ মানবতার কাছে
আমি এক অহংকারী বিষ;
বারবার ফিরে আসি নামে বেনামে
কারনে অকারণে!


নির্লজ্জ বেহায়ার আবরণে
লুপ্ত আমাকে খুঁজে ফিরি
আস্তাকুঁড়ে নিক্ষেপিত ভাগাড়ে
নোংরা মন নিয়ে এগুতে থাকি...


কোন এক বসত কোনে
এতটুকুন ঠায় হবে ভেবে,
আকুতির অপব্যয় দেখি
সুদূর পরাভবে।


যেখানেই হিংসা সেখানেই ফিরি
পরনিন্দার আঁচড়ে গা এলিয়ে
নির্মমতার বুলি আউড়িয়ে...!!
আমাকে ডুবানোর সাধ্য আছে কার?


অপবাদের বানে দংশিত আমায়
খুঁজে চলেছি নিরন্তর;
আমাকেই খুঁজে পাইনি আমি
এ-ই মোর দুর্ভাগা আমি...!!!


৩০ অক্টোবর, ২০২১
মাতৃকুঞ্জ