ঐ দিগন্তের রাতের আভায়
দেখছি কেবলই এক ফালি চাঁদ হাসে;
দেখেছো কি অর্জন তাহার?
রাত জেগে পাশে আছি তার
এক নির্জন এই রিসোর্টে!
তুমি হয়ত পেয়েছো আমায়
আমার পাশে কি কেউ আছে?
এত আনন্দ এত উল্লাস
তবুও কি যেন নেই আমার....!
প্রকৃতির এ নির্জনতার মাঝে
বিষন্নতা খুজে ফিরি,
একাকী রাতে নিথর পাথারে
তুমি চাঁদটাই সঙ্গী আমার;
উদারতা শিখি তোমার কাছে
হে চাদনী প্রিয়া মোর,
অব্যক্ত ভাষা বুঝো কি তুমি?
আঁধারে নিঃশ্বব্দ হাহাকার......!!


মার্চ ২২, ২০১৯
ব্র‍্যাক সিডিএম
রাজেন্দ্রপুর, গাজীপুর