যেতে যেতে অনেকটা পথ পেরিয়ে
মুখটা শুকিয়ে গেছে নাকি মুটিয়ে।
সেদিনের পর চোখ দু'টো আর দেখিনি
জানালার ফাঁক গলে লুকিয়ে
সোনালী আবাসের স্বপ্নে বিভোর!


হয়েও হয়নি কিছুই...


বিবেক দংশনে আজো কি পুড়ো
পারবে না নিজেকে ক্ষমা করতে
শেষ আকুতিটাও রাখোনি!!


একে একে অনেকগুলো বছর...


কখনো আর দেখতেও চাইবো না।
মনের কোনে ছোট্ট কিশোরী
লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটি
ধরে রেখেছি কোন এক কোঠরে
নতুন অবয়ব হয়তো ভুলাবে সে ক্ষন!!!


পথ চলি লুকিয়ে
নিজের সত্যটাও অপ্রকাশিত
প্রকাশের সাধ্য কোথায়...?


১৩ মার্চ, ২০২২
মাতৃকুঞ্জ