অচেনা পথে অজানা দূরে
চলে যাবো যেই দিন
সঙ্গী হবে কি তুমি বা তোমরা?
বিত্ত বৈভব আর নীলাভ প্রাচুর্যতা
নষ্ট হয় মূল্যবান সম্পদ
সময়ের কাছে বিকিয়ে দেওয়া যৌবন!!


একা এসেছি, যাবো চলে একা
নিঃসঙ্গ পাথারে একাকী কবরে;
রবে কি তুমি আমার সনে?
কেউ আপন নয়, হবার ও নয়
মিথ্যে খেলায় ডুবছি কেবল
সঙ্গ দোষে পাপের আস্তানায়...।


গড়ে চলেছি বন্ধুর সাম্রাজ্য
আত্মীয়ের বন্ধনে নি গাঢ় সুতোয়;
স্বার্থের আবরণে লুপ্ত আশা
ক্ষয়ে যায় হারিয়ে যায় সুপ্ত ভালোবাসা,
এক চিলতে ভুলে, মৃদু অভিমানে
যাবে চলে সব অতীত সংশ্রব!!!


স্মৃতিগুলো জমা হয় পরতে পরতে;
একদিন আমিও স্মৃতি হবো
কষ্টের ভাঁজে ভাঁজে কিংবা আনন্দ রেখায়...!


১৯ ফেব্রুয়ারী, ২০২১
মাতৃকুঞ্জ