কথার কাটা বিধে রয় হ্নদয়ে
অব্যক্ত রক্তক্ষরণ অন্তরে,
তবুও চলে জীবন চলতে হয় বলে।
পঙ্গুরাও বেচে থাকে
আত্নহত্যা মহাপাপ বলে,
মনেতে লেগেছে বিষ
তেতো কি আর লাগে টক;
অভিষাপ তো নয়?
নয়তো ব্যাথার প্রতিদান
এ কোন পাপের ফের?
সঙ্গীহীন নাবিক একটু নিশানা খুঁজে,
ভালোবাসার বাবুইপাখি তবুও
নিড়ে ফিরে প্রেমের সুবাসে!
এ কেমন কানুন?
বিধি ভঙের সাজা নেই
বেহায়ার মতো নিরবে সয়ে যাই,
এ বন্ধন রক্তের, মানিক আমার
মেনে নেই তবুও!  
ঘরে যে আছে আপন আত্মজা....


১৭ ডিসেম্বর, ২০১৯
কাওলার, ঢাকা