পরতে পরতে স্বার্থ বিছিয়াছি
খুঁজে ফিরি অন্য কূল,
বাঁচিয়াও মরিয়া রহিয়াছি
রয়ে গেছে অশেষ ভুল।


কর্ম ধর্ম জ্ঞান ধন্য,
সবই আজ কেবলই পন্য।


জনম দিয়ে প্রণাম নেবে
করিছু বীজ বপন,
শ্রান্তি শেষে আজ্ঞে দেবে
এঁকেছু মিথ্যে স্বপন।


চুপে যাই চেপে রই
রক্ত ক্ষরণ হ্নদয়ে,
যা আছে হবে সব
দাও আজি ভরিয়ে।


স্বার্থেই স্বার্থ হারিয়া,
বাঁচিয়াও রহিয়াছি মরিয়া...!!


৩১ অক্টোবর, ২০২১
মাতৃকুঞ্জ