বরিষ ধারা পড়িছে রুমঝুম
হেরিছে মনপ্রাতে শোকের অনল
আকুল নয়ন বারি পড়িছে গড়ায়ে
এ নহে আপন শোকের বার্তাবাহ


সেদিন গিয়াছে হেলিয়া দুলিয়া
অদ্য আমি যায়নি ভুলিয়া
কবে জানি নেবে তুলিয়া হ্নদয় পাশে
ক্রন্দন রহিতে সে তো নাহি আসে


স্বপন স্নিগ্ধতায় করিছে বিচরণ
সেটাকে ভাবিয়া লই মধুর লগণ
কত সুন্দর লগণ কল্পনাতে
আজি যেন জাগিয়া উঠে মনেতে


সেদিন সুখেই ছিল, নাহি সে সুখ
ভাবিলেই যাই হয়ে মূক
চঞ্চলাপণা, সেদিনের সেই উদ্দীপণা
নাহি আর, নাহি আর, হই আনমনা


তার শোকেতে নয়ন বারি পড়ে
নির্ঝরিণী একাকী আনমনে
দেয়নি বাঁধা তারে, পড়ুক ঝরিয়া
নিয়েছি তারে আমি আজীবন বরিয়া !!!


***********************
জুন ২৩, ২০০০
গুঠাইল, ইসলামপুর ।