স্বপ্নের কোলে ঢলে দেখিতে পাইনি স্বপ্ন কভু
অভিশাপ দেইনি আমি ক্ষমা করো তাঁকে প্রভু,
পরাণ ফাটিয়া যায় দুঃখের নাহি শেষ
সুখ গাঁথি স্বপ্ন রচি করুণা অশেষ,
তবু বন্দনায় মাতি গর্ভধারিণী বলে
জন্মদাতা তোমাকেও একদিন যেতে হবে চলে,
জন্ম দিয়ে কেন করো মৃত্যু আবাহন
তবু ভালো তবু হাঁসি মরণে পাবো তোমার চরণ,
কেন এ নৃশংশ অবিচার, কাল ছায়া তলে
ভাসছি আমি ভাসবো আমি কষ্টের লোনা জলে,
ভালবাসার আবর্তে কি পেয়েছি এ যাবতকালে
দুঃখের ভেলায় সুখ মেখেছি যন্তণার যাঁতাকলে,
অবুঝ মনে সুবোধ সনে হায়হায় প্রতিক্ষণে
শ্রান্ত আমি বিষাদে খেই হারায় সারাক্ষণে...!


মে ১৬, ২০১৬
কাওলার, ঢাকা