স্বপ্ন জাগানিয়া ভোরের প্রত্যাশায়
শিশিরের টুপটাপ পতনের শব্দ
গোধূলির আলোমাখা আকাশপটের
ডুবন্ত সূর্যের আলোক বন্ধুসভা!
জাগিয়ে রেখেছি কেবল স্বপ্নরে
বড় হবার স্বপ্ন;
সেবার ব্রত নিয়ে ভ্রম উলটে যাওয়া
তবুও পারিনি ছুটে যেতে সেথায়
দুষ্টু কষাঘাতে জর্জরিত শুভ্রের উত্থান!
চেপে রেখে স্বপ্ন বিলাস
যাবি যদি যা চলে, আমায় ফেলে...


তোরাই বড় হ, আমিই ছোট হই,
জানি আমিই বড় হবো
ছোট হয়েছিলাম বলে;
ছোট থেকেই বড় যে হতে হয়....
বড় হওয়ার স্বপ্ন ছিল বলেই
ছোট হয়ে দেখেছি
বড় সত্যিই কত মধুর হতে হয়!
ছোট হয়েছি বড় হওয়ার স্বাদে
সত্য সুন্দরের আহ্লাদে....


এপ্রিল ২৮, ২০১৮
কাওলার, ঢাকা